অনেক দেখেছি তোমায় প্রিয়,পায়ে আলতা,
...........হাসি মুখে সেই রামির দিঘীর পারে,
বর্ষা শিত ঝড় তোপান মধ্য দুপুর বেলা,
অগ্রহায়ণ পৌষসের শিশির ভিজা.........
..........সোনালী সকালের মিষ্টি রুদ্রে,
উল্লাসিত তাপের উল্লাসের মাঝে।


দেখেছি তোমাকে স্কুল মাঠে কড়া হাতে খেলতে,
....খেয়েছি অনেক বেত হাত তুমি দেখে হাসতে,
.. ঐ ছোট ভুল গুলা সুখ দেয় ডায়েরীর পাতায়,
মনে পড়ে ফেলে আসা ঐ আমার স্কুল
মাঠে সাথীদের মাঝে অনন্দে ভাসতে,
আজও ভাবি স্মৃতিতে সেই দিন গুলা হাসতে হাসতে।


কিছু কথা বলবো বলে হয়নি বলা সেই তোমাকে,
কেউ জানে না কে সে তুমি আমার গল্পের আড়ালে,
........মনে যদি পড়ে প্রিয় সেই দুষ্টু ছেলে মোরে,
.....লেখা পড়া ছিলো না ভালো বসা হতো আগে,
..................নিয় তুমি জেনে কে সেই আমি বুঝে,
আজও যাই ফিরে সেই স্কুল মাঠে মনের অজান্তে আনন্দে।