জেগে উঠো বিবেক খোলো,
    বলো ন্যায় জিন্দাবাদ,
অর্থহীন প্রতিশ্রুতি নির্বোধ বেকুক,
প্রতিঙা অসীম বিবেক-ই মূল,
সরল সাদা সম্মান ক্লান্তিহীন,
অপব্যয় নিন্দা করো মিথ্যার প্রতিবাদ।


জাগিয়ে তুলো সুন্দর ভালো,
জ্ঞান ফুটাও তার সাঙে চলো,
যে না জ্ঞানের চতুর তার মানব শত্রু,
হাসাও মন ফুর ফুরে, সর্বদা আলো,
চরিত্র বেরুপ নিন্দা লোক মুখে কালো,
জাগাও মন সত্য জ্বালিয়ে আঁকি খোলো।


অসৎ থেকে দূরে সৎ কাজে পাশে,
নিন্দার তেয়াগ জাগাও সবে মনে,
শত্রুকে বন্ধু করো মন খোলে বুঝিয়ে,
অসহায় মানুষকে সাহায্য করো বিপদে,
গভির চিনতে ভাবিয়া দেখ কি তোর সঙ্গে,
কোথায় থেকে এলে কি ছিলো তোর পূর্বে।