তোমার অনুদান আমার
সহীবার কি শক্তি আছে
তোমাকে কৃতজ্ঞতা বলার
সাহস কি আমার আছে
তোমারই দয়ায় চলি আমি
হে তবুও ভুল করি জানি
ক্ষমার যোগ্য আছি কি আমি
হে দয়াময় অশ্রু ঝড়ে চলি।
এই নিখিল গগনের মালিক
তুমি সৃষ্টির প্রতি পালক
তোমার কাছে সবই ফিরে
তোমার নিয়ম তার বাহক
তুমি সত্য মমতাময় রব
তোমার মায়ায় চলে এই ভব
আমি ভুলে আছি জ্ঞানের অভাব
সুন্দর চরিত্র চাই সম্মানি সভাব।
যথাযথ সময় যায় চুল পাকে দাড়ি
বয়েস কমিয়ে যায় নাহি খবর রাখি
তোমার কাছে যাওয়ার সম্পদ নাহি
কত সম্পদ অস্থায়ী নাই করি  স্থায়ী
ছেলে মেয়ে খায় তারা করে ভুগবিলাসী
টাকা ছিলো মন নাই বিশ্বাস দায়ী
যাবে চলে সব রেখে হাজির বিচারের নতি
ক্ষমা করো মোরে আল্লাহ তুমি যেবা রাজি।