ভুলে ভরা প্রেম,
হয় স্বার্থের মিলন,
কপাল কাড়ায় বিড়ম্বনা মনে,
কাটায় যন্ত্রণায় জীবন।


পুস্প কুসুম রঙিন স্বপ্ন,
পুরা ভর্তি সিদ্ধ সম্পূর্ণ অসাপ্ত,
স্বভাব চরিত্র ধর্মের বেহাল,
অসাধু অসৎ ন্যস্ত বিন্যস্ত।


পরিণয় সুখ গলদ আসুখ,
প্রেম ক্ষয় সুখের বিনাশ,
ললনা মানবী লোভের পূঁজারী,
নন্দিনী তুমি সুন্দরী প্রেমে হতাশ।


প্রেম নিরাময় ধরনীর বিশ্বাস,
প্রেমে আনন্দ উল্লাস,
হয় যদি সুহ্নদ ন্যায্য উত্তম সমান,
সৌহার্দ মৈত্রী প্রভা নয় উপহাস।


মনে প্রেম জাগিয়া বেকুল,
ধরিয়া প্রেম জানে ভুল,
সত্য প্রেম উটিয়া জাগে বীর,
ধরণ ধরিয়া লাও মৌল ।


প্রেম আরাধনা বিরহে মনে,
আনন্দ সত্য মনের গহিনে,
খোজ প্রেম স্বার্থ বিনে,
প্রেম কর গভির গিন্নীর সনে।