ঐ বেটা ধনি.......
তোর দাদার সব খবর জানি,
তোর বাপ করে ছিলো চুরি,
তুই খাস ঘুষ,বললে ছোলকানি।
জাতে ধরে,টাই ফরা লোক,
দেখতে যেমন বেশ,
বাচ্ছাদের আহার খাবায়,
অন্যের পগেট কাটে শেষ।
ঐ বেটা তোর লজ্জা কিরে আছে,
দুর্নীতি করিস বললে বখশিশ,
লোকে বলে কম জাত তাতে কি হল,
চুপ করে লোক দেয় শত অভিশাপ।
পরের খেয়ে তোর পুলা,
কি আর করবে তোরে সম্মান,
শিক্ষিত যতই হসনা কেনও,
যাবে না তোর বংশের সকল টান।