বল ইতিহাস তোর কথা,
সত্য কখনো যায় না বৃথা।
কর্মে কর্মে হিসাব মিলিয়া,
শাক্ষি লয় সব কর্ম বুঝিয়া।
যে যায় ভূলে অতিথ মনে,
প্রদিব নিবে রক্ষার বদলে।
ডায়েরী আসিয়া ন্যায় বলে,
সৎ লেখে ইতিহাসের কলমে।
বড়-ই নির্মম সোনালী হাসি,
সময় বলে সব নিবো কশি।
বাহাদুরি নাই ঠাকুরের ঘরে,
মোরব্বিরা সমান বিচার করে।