ভুলে যাও ভুল করে নাইবা রাখও মনে,
.............কষ্টের মাঝে স্বপ্ন দেখে,
..................আমায় জালিয়ে দিয় দুঃখে,
যা ছিলো মোর সব ক্ষমতা,
হারিয়ে গেলো আজ সব সুবিধা,
মনের বাগানে রেখেছি তুলে ধরে।
.......সকঠে এসোহ মহাবিপদ কেটে,
.........তরুণের আবেক ঝড়ার আগে,
........ফুলের সুবাস যেনও বাতাসে উড়ে,
যে ফুল বনে ফুটে মালা কি সে হয়,
ফুলের রাজ্যে গোলাপ রাজা,
সে সকলের মিতালি হ্নদয় রাখে ।
..........অমূল্য রতণ যে করে বহন,
..............মহা মূল্যবান নারীর সম্মান,
................. নারী সৃষ্টির বড় নেয়ামত,
.......যে না রাখে ধরে এই বীরত্বের মান,
...... দেয় লোটিয়ে দেহ হয় মূল্যহীন অপমান,
................ শূন্য মনে নিত্য ব্যর্থ তার জীবন।
সুখে দুঃখে ভয়ে আনন্দের মান,
এই নিয়ে জীবন সবার চলমান,
কষ্ট ফূরতি আবেগ যত অভিমান,
..... ভেংগে মন বিরহে হয় অপমান,
..........যার যত সুখ পাওয়ার হয় আগমন,
খোশে আছি যেমন আছি আল্লাহর দান।