আমি শিক্ষিত নয় ভাই,
            দাবি অশিক্ষত বটে,
শিক্ষা জাতীর মেরুদণ্ড শিক্ষায় আলো,
ঘুষ দুর্নীতি শিক্ষায় কেনও তবে।


আমি মূর্খ কলম কাগজে,নয় আদর্শে,
          নীতি মোর সততা মানব সেবায়,
আমি কর্মের অশিক্ষিত,জ্ঞানের আলোয় ভরা,
বিদ্যা অমূল্য ধন সম্মানি উচ্চতা মানায়।


আজ কেনও তাই শিক্ষায় দুর্নীতিতে ওরা,
         শিক্ষায় আলো জাতীর উন্নতি বিশ্বময়
মূর্খের কাজ আজ কেনও শিক্ষিতোর সুবা পায়,
কলম কাগজের মিলন রাখো উচ্চ মরর্জাদায়।


বদনাম দুর্নাম বেকুব শিক্ষিত হাটে,
            অসাড় জ্ঞানশূন্য প্রতিশ্রুতি বিবর্ন,
মূর্খ ক্লান্তিহীন নিরলস পরিশ্রমী সংকল্প,
           সমীচীন মূর্খ সরল মনে ভয়ে পূর্ণ।


দুর্নীতি সেরা শিক্ষিত সকল হাটে,
          উক্তি বচন মিথ্যায় চতুর ভরা কথন,
সমৃদ্ধি আজ মূর্খের ন্যায্য শুভায়,
        মায়া ভরা হ্নদয় গভির কলরব গহন।


ভ্রম ভ্রান্তি ত্রুটি বাদ শিক্ষায় জালাও বাতি,
           ভাগ্যে ছাড় নসিবের সকল নিয়তি,
মোরা সকল সহোদর মিলে চল সমাজ গড়ি,
অত্যন্ত পহরী হই দেশের কাজে সত্যের বিদ্যার্থী।