আজ মন বলেছে
কবি আব্দুস সালাম মিয়াজী ।
আজ মন বলেছে......
লেখবো কিছু......
সকাল বিকাল মিলে...
তার ই মাঝে কাটলো বেলা,
দুপুর ছোটে আসে ।
কাগজ কলম হাতে নিয়ে...
লেখতে বসে  ভাবি......
কিশের গল্প লেখবো আমি...
গভির মনে .........
তার ই জবাব খোজি ।
মানুয কেন ও জাত খোজে...
তার ভদ্র পরিচয়......
কিশের জাত কিশের ভেদ...
নাই জাতের বেভোধান......
বলে মোদের ধর্ম বিধান ।
জাত আছে যার কর্ম আছে......
ইমান নিয়ে থাকে......
কালিমা কে বিশ্বাস করে...
রবের ভয়ে চলে............
জাত আছে তার যদি বিভেক নিয়ে ভাবে ।
বিভেক যদি যায় মরে তোর......
কিশের পরিচয়............
সন্ধা এলে বুঝে তুমি......
নগদ বাকি কত......
হাতে হিসাব মিলে হয় ।
খাতায় নিয়  ও পাতা বুঝে......
ঘুমের ঘরে যাই আদা জিবন চলে,
কত ঘ্ন্টা ঘুমে গেলও......
সময় জাগলে কত দিন...
ভাবো একটু গভির মনে ।
৩১/০৫/২০১৪