ডায়েরীর পাতা,না বলার কথা...
আব্দুস সালাম মিয়াজী ।
০৭/০৯/২০১৪ মদিনা



যে ডায়েরী এতদিন তোমার জন্য  ওপেন ছিলো হে কবিতা...
তাও আজ শেষ, হে তাশফিয়া বাকি শুধু ডায়েরীর একটি পাতা ।


তোমার জন্য ডায়েরীতে একে ছিলাম কত গান কবিতা তাও তছ নছ.
ভুলে যেতে চেয়েছি ডাইরি ছিড়ে,কিন্তু তার আগে কাল বৈশাখী ঝ্ড় ।


ডায়েরী লেখে ছিলাম ৫ টি বছর,তোমার আমার সব গল্পের অবশেষ...
ভাবছিলাম ভুলে গিয়াছ অনেক দুর,কিন্তু না হয়েছ আমার পাশের বাড়ির মানুষ ।


কেনও ডায়েরী শেষ হতে না হতে, জ্বালাবে আমায় তুমি সারা টি জীবন..
মিথ্যা অনেকে বলে, তা তোমার মতন নয়, এটি ছিল তোমার নতুন ভিশন ।


কছম করে মানুষ বিশ্বাস করার জন্য, হায়রে তোমার কছম কি না মূল্যের ।
আমার আস্তা আর কছমে নেই,সব মিথ্যা শুধু তোমার কারন ।


তোমায় ধিক্ষার দিবার ভাষা আমার নাই,যে শিক্ষা আমি তোমার কাছে পেয়েছি...
তুমি ধ্বংস হয়ে যাও বলবো না, কারন এক দিন তোমায় ভালবাসেছি আমি ।


মনে কি নাই তোমার বাসায়,আমার রুমে নাটক কি ছিল ইশারায়...
এক সময় টেলিফোনে বলেছিলে কবুল,বাতাসে আজও আমায় সে কাথা শুনায় ।


তোমার হাতের লেখা সে চিটিতে,তোমার পুশ্পো গন্ধ এসে আজও আমার নাখে লাগে...
আমি বিরহের প্রেমিক অপরাধি,তুমি সুখে আছো ঐ পাশের বাড়ি ।


তোমার বাবা মাকে অপরাধি বলতেই পারি,তোমার পাশা পাশি...
ওরা ছিলো আমার টাকার লোভি,আর তুমি ছিলে আমার মন চোরার শুত্রু ।


আমি ক্ষনিকের জন্য যন্ত্রণা পেয়ে, ঘোরে আবার দাড়িয়েছি বটে...
পেয়েছি আমার মনের মতন মানুষ,তাই তোমাকে দিলাম আমার যোগল বন্দির শেষ শুভেচ্ছা রটে ।


তুমি ভালো থাকো...
তোমাকে আমার পাওয়ার ছিলো...
সুখে থেকো দুঃখ দিয়ে মোরে...
যদি হয় পথে কোন দিন দেখা,কেমন আছি জানিয়ে নিয় এই মোর দাবি ?