গান না গাইতে জানি...
ভাংগা গলা নাই সুরের বাঁশি
তবুও গাই যদি ফুটে সুরের কলি
কথার নাই সুর অনেকে বলে ঝগড়া করি।


সকলের ন্যায় আমিও বলি
তবুও কেনও সবাই বলে রাগি
নাহি মধু মোর কথার মাঝে আমি কি দায়ি
বুঝে না লোক তা-ই মোর সৃষ্টির প্রকৃতি।


সুন্দর ভাব ধরিয়া কই
পাশের লোকে বলে এই কোন ভাষা ভাই
এই মোর সুরের ভাষা ভাই এর বিকল্প নাই
রাগ নাহি করি ভাষার সুরের ত্রুটি শুধু ভাই তাই।


প্রকৃতির নিয়ম তার আপন গুনে
যার যা আছে তার সৃষ্টির নিয়মে
কত মত কত ভেদাভেদ এই ভবনে
মানুষ কি সব এক বুঝ জ্ঞান খোলে।