যদি ন্যায় থাকও
যুদ্ধ করো...
অন্যায়ের প্রতিবাদ
করে শহীদের দরজা খোলো।


যদি ন্যায় থাকও
মিথ্যুকের সামনে সৎ
সাহসের বীরত্বের বীর
উচ্চ আওয়াজ তুলো।


যদি ন্যায় থাকও
মুখে কলমে কাগজে
ন্যায়ের সুর তুলিয়ে
সমাজ দেশের সমানে তুলিয়ে ধরো।


যদি ন্যায় থাকও
সততার ভয় নাই এগিয়ে চলো
চুপ করে নয় প্রতিবাদ করে
সত্যের পথে এগিয়ে পড়ো।