আমি তোর না মোর,
জানবো যখন...
তোরই নামের নিশান,
উড়াবো তখন।
তোরই প্রেমের কলিতে
ফুটিয়ে তুল হে আমায়,
জাগিয়ে রাখিস জ্ঞান,
সর্বখানে সর্ব জাগায়।
আমি তোর ভক্ত...
হে তোর কাছে নত
মানবের কাছে নাহি করিস মোরে,
অন্যায়ের অপমানিত।
চাই যে আমি তোরই ছায়া,
চাই যে তোরই মায়া,
তোরই নামের দাওয়াত করা,
সকল আমায় দিয়া।
আমি অবহেলিত সবাই বলে,
জানিয়ে দেয় তোর পাগল,
তোর সম্মানে জীবন দিবো,
নয়ত ধন্য বাকি রহিল।
আমি তোর পথে যেতে,
তোরই গান গাইতে,
আমায় কবুল করে নেয়,
আমি যে নয় আমার তোর দয়া চাই যে।