ইলিম করো দান আমারে,
দাও সকল জ্ঞান খোলে,
সকল মঞ্চে সর্বখানে রাখও মোরে,
তোমার দাওয়াত দিতে আগে।
জ্ঞান খোলে দাও বন্ধ সকল,
তোমার কাজের কর্মি বানাও,
তাই হোক মোর স্বার্থক জীবন,
বুক ভেসে যায় অশ্রু আমার....
...................... তোমার করে নাও।
হাঁটিতে সরণে তুমি, জিকিরে মুগ্ধ,
সব ভুলে তোমার দাওয়াতে,
আমার দাও সকল দরজা খোলে,
ব্যাধা যাক দূরে তোমার নামের....
.............সিল মারও মোর অন্তরে।
প্রতিনিত্য প্রতিধন্য তোমার কাছে নত,
রহমত দাও খোশি হও মোর প্রতি তুমি,
অজানা জানাও রাত দুপুর নিশি,
তুমি আমার রব, আরশে আছো জানি।
তোমার-ই প্রেমের দেউলিয়া হতে,
যা যা আছে বাকি সব দাও খোলি,
শরীয়ত মারিফত এই দুই মিলি,
চাই আধারে আলো আঁকির গোপন রসনি।
শুকরিয়া জানাবার তার চাই বাহক,
তরিকার তরিক পথের পথিক,
আমি তোমার মায়ার রাখি দাবি,
ক্ষমা চাই ভুল রব তুমি-ই মালিক।