মিষ্টি সুরের শ্বাসত আহব্বানে ভাঙে ঘুম,
সিজদা হলো না, পড়ে গেল কাজের ধুম।
দুরে যেতে হয় বলে, বাদ যায় ফজর,
ব্যস্ততার জন্য হয় না, আদায় জোহর।


কাজ শেষে বাড়ি পথে, বাকী পরে আসর,
মাগরীবটা আদায় হয়নি, নেই তার কসর!
জামা-কাপড় খুলতেই, সে কি গাঁয়ের গন্ধ,
বাথরুমে গিয়ে দেখি, পানির সরবরাহ বন্ধ।


কটা মুঠ খানা খেয়ে, শুই পানির অপেক্ষা,
এশাটা হলো কাযা, যাই ক্লান্ত ঘুমে অক্কা।
দিন, সপ্তাহ, মাস, যুগ কাটে ডুবে নেয়ামতে,
ক্লান্ত, শ্রান্ত, বেদনা বিদুর বালা-মসিবতে।


সহস্র যন্ত্রনা, কষ্টে ব্যাথিত তবু কাটেনা মায়া,
কে যেন ! কিসের লোভে টানে মোর কায়া !
এত বেদনা! এত অভিযোগ ! এত রটনা !
লজ্জায় মাথা নুয়েও তো; বাঁচার সখ মেটেনা।