সীমাহীন নীলাকাশ, মায়াবী বন্ধনে একাকার,
নেই, কোন অভিযোগ ! চারদিকে শুধু বাহার।
কবিতা, গল্প, উপন্যাস কিংবা রহস্যের প্রবন্ধ,
কবির কলমে ঠাঁই নীলিমার, সাম্য, মৈত্রীর ছন্দ।


মনটা আমার গড়েছি, গগনের মত করে উদার,
আকাশের মতই প্রেম জমিয়েছি বুকে আমার।
কারো জন্য কম নয়, নয় কাউকে একটু বেশী,
মহাকাশের মতই সবাইকে সমান ভালবাসি।


স্নেহ, শ্রদ্ধ্যা, সম্মান, ভক্তিতেও নেই প্রভেদ !
তার গুণ লুপেছি আমি, আমি যার আবেদ।
তারই আদলে ভালবাসি অন্তর দিয়ে সবাকে,
যেমন মা, বাবা ভালবাসেন তার সন্তানকে।


সৎ কথা, মুচকী হাসি, যদি কারো মাঝে পাই,
উজার করে বিকিয়ে দেই, হৃদের সব ভালবাসাই।
বিশ্বাসের প্রাচীর ভাঙে, বুকে নির্মম, নির্দয় আঘাত,
স্বস্থ্যি, শান্তির বুকে ক্ষত, বিক্ষত, রক্তাক্ত ব্যাঘাত!


মায়ার জালে মায়াবী বাঁধনে বুকে শুধু হাহাকার!
তবুও যন্ত্রনা, তিক্ততায় করি সমন্বয়ের চিৎকার।
হৃদে, দেহে, চিন্তায় ঢালো নীলাম্বরের উদারতা,
শত বেদনায় উপচায় যেন, কাংখিত মানবতা।