মন দিয়ে শোন বাবু
থেকো না পিছে,
যত বড় হোক ধরা
সবই যে মিছে।
বিশাল এ পৃথিবীতে
তুমি একটি ফুল,
অহী জ্ঞানের সুবাসে
ভেঙে দিবে ভুল।
নশ্বর পৃথিবীর মিছে
মায়ার টানে,
জ্ঞানীজনেরাও ভাসে
মিথ্যের বানে।
রহস্যাবৃত দুনিয়াটা
হবে জানতে,
থমকে যাবেনা কভু
প্রভুকে মানতে।
হামাগুড়ি, হাটি হাটি
চোখে শুধু রং,
স্রষ্টাকে ভুলে সবাই
করে কেবল ঢং।
ভেঙে ফেল উপড়াও
যত পুঞ্জিবুত পাপ,
ফিরিয়ে আনো সবার
অনন্তের অনুতাপ।
যদি বাবু পার, সার্থক
পৃথিবীতে আসা,
যেমনী কাটুক জীবন
শেষটা দুরাশা।
দুনিয়াটা কারো নয়
চিরদিনের জন্য,
সঠিক পথের পথিক
যিনি, তিনি ধন্য।