সুন্দর পৃথিবী সীমাহীন মায়া,
হৃদয়ব্যাপী কেবল তার ছায়া।
সবই প্রিয়, যা দৃষ্টি সীমানায়,
পৃথিবী ভুলি কেমনে তোমায় ?


নৈসর্গিক রূপে অপূর্ব তুমি,
তব মোহে মোহিত আমি।
কটা দিনের তরে কেন আসা!
যুগযুগ বেচে থাকার আশা।


প্রত্যাশা হোক না যতটাই বড়,
নিমিষে সবশেষ যত শক্তেই ধর।
আয়ুর সুঁতোয় যেদিন পড়বে টান,
স্বপ্নের প্রত্যাশার সব হবে খান খান।


সবাই যাবে রবে না’তো কেউ,
হৃদয়ে থাকনা ব্যকুলতার ঢেউ।
বাড়ী, গাড়ী যত কর এ পৃথিবীতে,
পিছে ফেলে সব, যাবা শুন্য হাতে।