নিশিভর চাঁদ-তারার লুকোচুির খেলা,
দিবসে দেখি সুয্যি আর ঘন মেঘমালা।
তা ছুঁয়ে গেছে সুদুর পাহাড়ের ওপারে
কখনো তা মিশে যায় উত্থাল সাগরে।


নীলাম্বরের সাদা মেঘ মেশে কাঁশফুলে,
শরতের দৃশ্যপট মেঘের সাথে দোলে।
কাঁশফুলে মিষ্টি পাখিদের কল-কাকলী,
সবে মিলে এঁকে ফেলে মুগ্ধ চিত্রালী।


নৈসর্গিক ছবিতুল্য মায়াবী মেঘ রাশি,
খোকা যাবে ? চলনা মেঘ ছুয়ে আসি।
সাধ জাগেনা তোমার ? হবে জলকণা,
রংতুলিতে আঁকবে বসে সেই আল্পনা।


মেঘেরা ছুটে আসে নদীর আলিঙ্গনে,
ক্লান্ত জলরাশি নামে স্রোতস্বীনির টানে।
চল না, খোকা জলকণার মিলন মোহনায়,
স্বর্গের মত সুখ বুঝি পাবো, যাবে হেতায়?