হীন স্বার্থে প্রত্যাশার লোভে করনা
বিবেকের দুয়ার বন্ধ,
লজ্জার পবনে পালাবে তুমি, থেমে
যাবে জীবনের ছন্দ।


বিষাক্ত মনটায় দোল খাবে মিথ্যে
জীবন হবে বিঁষময়,
কেউ তোমার নয়, তুমি নও কারো
জুটবে শুধু পরাজয়।


আবেগের তাড়নায় হারাবে তুমি
সুন্দর সহজ পথ,
বিবেকের মৃতু হলেই, আবেগে
তুমি কেবলই অসৎ।


বিবেকটা কষ্টের হলেও, স্বল্পের
জন্য জেনো,
বন্ধু হয়ে এসে তোমায় বোকা
না সাজায় যেন।