বন্ধু সেজে পাশে বসে মিষ্টি কথায় শুধে,
ভূবণটা মজার নয়, আছে কি তা বোধে!
যত মজার হোক না, ছাড়তে হবে ভূবণ,
সুন্দর আবাসটাকে যতই ভাব আপন।


মায়ার সুরে স্বপ্নচূড়া দেখাও তুমি আমায়,
বর্ণিল সেই প্রাসাদটা যে চিরদিনের নয়।
রাঙা ঠোঁটে যত ঝরুক বাঁকা চাদের হাসি,
মন কাঁড়তে বিলাও তুমি মায়া রাশি রাশি।


স্বপ্নীল চোখে যতই থাকনা ¯েœহ মায়ার বন্ধন,
ক’দিন পর চির বিচ্ছেদে বাড়বে শুধু  ক্রন্দন।
আমি চাইনা প্রেম, চাইনা মিছে কোন আশা,
প্রত্যাশী সেই প্রেমের, যেথা কেবল হতাশা।