ছোট্ট জীবন স্বল্প আয়ু
কীসের এত বড়াই?
ক্ষমতাহীন মানুষ হয়ে
কভু নাহী ডরাই।


চাঁদ বরণ রূপ পেয়েই
কেন এত অহং ?
ভাবী নাতো, যখন তখন
চুপসে যাবে সং !


স্বপ্নীল ধরা ম্লান হবে যে
রবে না’তো কিছুই,
প্রাণ পাখি চলে গেলেই
শীরটা হবে নিঁচুই।


স্বপ্নেরা সব উবে যাবে
শুন্য বা’য়ের মাঝে,
স্রষ্টার হাতে আয়ু রেখে
এমনটি কি সাজে?