হারবে ভেবেই সোনাবন্ধু
থেকো আর বসে,
প্রত্যয়ে আগালেই সালাম
দিবে বিজয় এসে।।


বলি বলি বলেই তুমি
চেপে যেওনা সত্যি,
সত্যটাই বয়ে আনতে
পারে সব স্বস্ত্যি।


করি করি বলে কাজটি
ফেলে রেখনা আজ,
তাই যদি কর, ধরে নিও
পরে গেলে পাছ।


আরাম ভেবে অলসতায়
থেকনা আর ঘুমায়,
ঐ ঘুমটাই আনতে পারে
তোমার পরাজয় ।


এখন নয়, আজ নয়, কাল
থেকে বলবা সত্য কথা,
এর মাঝে বুঝে নিবে সবে
তোমার বাতুলতা।


হাক, ডাক, পোষাক সবই
নিছক মুল্যহীন,
জ্ঞান, আমল করিতে পারে
জীবনটা রঙিন।