ব্যস্ত আবার সেই হৃদয়,
যাতে আঁচর কাটছে পুরোনো স্মৃতি,
ঘাসফুল আর শিশির ভেজা গন্ধ থাক,
হানা দিচ্ছে নতুনের প্রতিচ্ছবি।।


ঠিকানা খুঁজেছি রোজ ধুলোমাখা চিঠিতে,
ডায়েরি ভরায় নোনা জলের কবি,
সেই আগের বসন্তে,ভেঙে গেছে আগুন পেয়ে
আমাদের মৃত জলচ্ছবি।।


আজ নতুন-নতুন করে,হেঁটে গেছি বহু দুরে,
তবুও গল্প শোনায় রাতের চাদর,
তুই আজ এ মুহূর্তে জানি সুখে,
তবুও কি মনে পরে পুরোনো আদর!!


আমি মাথা পেতে নিয়েছি,ব্যর্থ দিনের স্মৃতি,
একলা ছাড়ার বদনাম,
এই মুহূর্তে জানি পারবো না লড়তে,
মিটে গেছে যত অভিমান।।


এইতো ক'দিন আগে,চিঠি লিখে ভোর জাগে,
আমায় আমার রাখার প্রতিশ্রুতি;
তোর মনের দোকানে আজ,অন্য খরিদ্দার
ভালোবাসা তবু হাসে অট্টহাসি।।


কেন দুরে গেলি বল? এ কথাও অচল,
নতুনেও ভাঁজ পরে,দিন বদলায়,
সবাই তো ছুটছে,রোজ-ই তবু ভুগছে,
ভালোবাসা সকলেই হারায়!!!