পৃথিবীটা ছিল শান্ত,
চারিদিকে স্নিগ্ধতা, মুক্ত বাতাস আনতো,
দিনে দিনে সব হল পার,
আজ জগৎ জুড়ে কেবলই হাহাকার।


দিকে দিকে লড়ছে মানুষ,
তবু চারিদিকে মৃত্যু, পরিহাস,
কল্পনাতে থেকো না আর কেউ,
জাগ্রত হোক তোমার বিশ্বাস।


করোনা, করোনা কেন ছড়াচ্ছে জানো না,
শুদ্ধ নেই তোমার পরিবেশ।
যত বন্য হচ্ছে নিঃশেষ,
ভাবলে কেমনে মানুষ বাঁচবে শেষ।


উজার হল উহান,
পোপ আজ শূন্যে হাত নারে,
কফিন বন্দি দেহ গুলো আজ
প্রিয়জনের খোঁজ করে।


চলো উঠে দাঁড়াতে হবে ভাই,
সচেতন নাগরিক তুমি, হব আমরা সবাই।
রোজ নিয়মিত শরীর শুশ্রূষা,
পিছু হাঁটবে মারন ভাইরাস।


প্রেম-প্রীতি দুরে থাক এখন,
ডিজিটালি আমাদের সমাজ,
গৃহবন্দি ঠেকাবে গৃহযুদ্ধ
স্বাস্থ্যকর্মীদের করতালি আজ।