আজ আর ঠিক আসে না জানিস কবিতা লেখা,
বড্ড ব্যস্ত হয়েছে জীবন,
ইতস্তত ঘুরতে থাকা স্বপ্ন গুলোয়
আজ মন মজেছে ভীষণ,
তোর সেই মনে পরে,
শিক্ষক দিবসে বলতে হবে কবিতা,
ঝড়ের বেগে টেনে নিয়েছিলাম তোর খাতা,
অবাক তো হওয়ারই কথা,
চেনা মুখ, তবে গভীরতা যে তখন ও হয়ে ওঠেনি।
তুই জানিস,একদিন এমনও ছিল,
রাস্তায় সাইকেল থামিয়ে কবিতা লিখেছি,
রোজ দুপুরে ছাদে আমের ছায়ায়
ডায়েরির সাথে কথা বলেছি।
তুই জানিস ভোর সকালে কাজের সময় থাকতো না কলম,
ঝড়ের বেগে মুখস্থ চলতো সেই দু-চার লাইন।
বহুবার সঙ্গে রাখতাম খাতা কলম,
কারন মুখস্থ যে বহুবার মনে থাকেনি।


আজ কলম-লেখার খাতা সবই রয়েছে,
তবুও লিখতে পারি না বেশ,
তুই জানিস বহু কথা আজ অসমাপ্তই রয়ে গেছে,
কে পড়রে আমার কবিতা?
কেই বা শুনবে আমার আর্তনাদ?
স্বার্থপর সমাজের প্রতিটা খাতায়
তাই ইতি টানতে চায় আমার ব্যর্থ কলম!!