হে আমার তুমি ভারতবর্ষ
কত ধর্মের বিশাল দেশ!
ললাটে ভূস্বর্গ কাশ্মীর তোমার
পাদদেশে কন্যার কুমারী বেশ !


হিমালয় স্নেহে লালিত পালিত
সজল শীতল বঙ্গভূমি.
মরূ ধুসর রাজস্থানের
কত বিভঙ্গে রঙ্গ তুমি।


কত মনীষীর ধ্যান জ্ঞান বাণী
করেছে মোদের তৃপ্ত.
অণুপ্রাণিত তাই তো মোরা
ভরেছে জীবন বৃত্ত।


আমরা চলেছি জীবনের পথে
জনগন মন এ গান গেয়ে !
চলেছে সাথে উচ্ছল হয়ে
ভাগীরথী যমুনা গঙ্গা বয়ে।


আজকে তোমায় জানাই প্রণাম
হে ভারত মাতা জন্মভূমি.
চির অক্ষয় ভাব হোক মূর্তি তোমার
চির জীবনের তীর্থ তুমি।