মামার বাড়ির পাড়া পটল ডাঙা ষ্ট্রিট   
কেরাম খেলা,রক্ এর আড্ডা, সপ্তর্ষি ক্লাব:-পরপোকারী কেষ্ট-অসিত।


রোদপোড়া পাঁচীল, ময়ূরপঙখী ঘূঁড়ির  ঠোক্কর
ছাপাখানা, একটানা  মেশিন  চলা  
প্রুফ দেখা: - কাঠের  অক্ষর।


ভাইফোঁটা, বোঁদে-গজা, মামার গায়ে হাতে বোনা উলের সোয়েটার
চর্চা কংগ্রেস- সিপিএম: - খবর রয়টার।


নির্জন কার্নিশ, বেড়াল, নিশ্চিত ঘুম
পুরোনো  কাপড়, ষ্টীলের বাসন  বিক্রি: -নীল  দূপুর নিঝুম।


অলস আকাশ, ডানা  মেলে ভেসে যাওয়া  চিল
চায়ের  দোকান, রেডিও, কিশোর  কুমার: - গান অনাবিল।


হাতেটানা রিক্সা, ঠন্ ঠন্  ঘরঘরানি
মনের কনে গীতবিতান, হিমেল হাওয়া: - ফুরফুরানি।


মিষ্টির দোকান, কাপড়-বাঁধা  ছানা, ময়রার তোড়জোড়।
কয়লা-ঘর, ভারী লোহার ইস্তারী, জলছিটে, খড় খড়ে মাড়, হাতা ওলটানো জামা: - ছাঁক ছোঁক্ খুবজোর।


ধপাস্ শব্দ, দপ্তরী-পাড়া, কাগজের স্তুপ 
মাটির  উনোন, রূটি শেঁকার গন্ধ, পিটটু খেলা, বৃষ্টি : - চুপ চুপ।


ব্যান্ড আর বীউগিল্, প্রভাতফেরি  র ফুল, কিশোর - কিশোরী র
ঠেলা  বোঝাই  অর্ডারের মাল, তেল-লঙকা-ছাতু-মাখা : - ক্লান্ত  শরীর।


দুপুর গড়িয়ে বিকেল, দিদার কাছে আবদার, দশ পয়সার বায়োস্কোপ
গিলে  করা পাঞ্জাবী, সূতোয় বাঁধা  টিকিট
কাঠকয়লা ছাই: -পায়রার খোপ্।


পাড়ার  মোড়, টিউবওয়েল, রঙিন  মাছের  দোকান, পুরনো গেরেজ্, অচল ফোর্ড।


বাহারি আলোর শেড্, ছায়া  ছায়া,
কোনের জানলা, হারমোনিয়ামে সা-রে-গা-মা পা-ধা-নি-সা: - নিশ্চুপ  সাইনবোর্ড।


সন্ধ্যা- আরতি, শাবুর-খিচুড়ি, শিন্নি প্রসাদ
শনিবার।
বাবার  অফিস, বোনাস  পাওয়া, কলেজসট্রিট  মার্কেট,পুজোর  বাজার: - পায়ে হাঁটা ক্লান্ত রবিবার।


রঙিন  কাগজ মোড়া নিয়ন লাইট, ঘুরন্তু  শামা-পোকা টোস্কা
বেলুন,মুখোস, লাল- নীল চশমা, বাটা র জুতো : - পায়ে  ফোস্কা।


সপ্তমীর  বিকেল, লাউড স্পিকারে, " কোন সে আলোর সপ্ন নিয়ে যেন আমায়"
স্মৃতি,মনের কোনে অবিকল আজো :-শুধু বয়ে গেছে সময়।