চল যাই দুর সীমানায় যেখানে   আকাশ  মিশেছে এসে
দিক হারিয়ে   প্রাণপনে ধাই চোর কাঁটা  তে ঘিরুক শেষে  


আজ জীবনের ছন্দে মাতি পিছনে ফেলে দীর্ঘশ্বাস
শরৎ রোদের গন্ধে যেমন কাশ ফুলে তে ভরে ঘাস

ঐ নীল আকাশের হাতছানিতে হেরি কিসের  সমারোহ  
আজ আপন মনে আপন প্রানে নিজের  কথা  কহো


দুধের শরের মেঘের দেশে চল ভেসে যাই এই নীল দুপুরে
অচেনা দেশের চেতনা নিয়ে ফেলে দিয়ে মন আটপৌরে


(আমার আদরের  মেয়ে  অনুস্কা কে লেখা সামান্য  কবিতা)