ওহে ভবের ঘরে আইলাম আমি 
ওহে ভবের ঘরে আইলাম বন্ধু


মনমাঝি তুই করলি পার


হবে যে তোর প্রেমের  সাধন।


মোহের বাঁধন কাটলো যখন অন্তরে ঘুম ভাঙলো  কি?
হবে যে তোর প্রেমের  সাধন মনের মানুষ জানলো কি?


কোন সকালে  সুর বেঁধেছো একতারার এই তানে।
মনমাতানো  আকূল গানে আমার  হৃদয়  প্রাণে।


ও তোর মিটলো না সাধ ভবের  ঘরে ডাকল  যে তোর বাউল মন।
অনেক  সাধের জীবন  যে তোর রইলো  পড়ে চললো  মন।


হবে যে তোর প্রেমের  সাধন।