তুমি সুর তুলেছ মনের একতারায়!
তুমি চেতনায় এনেছ এক গভীর ব্যথার প্রজ্ঞা।


সভ্যতা কে তুমিই শিখিয়েছো নারীর দেহে মনও আছে!
বেজে ওঠে যা মরম বীণার তারে।
নীরব  কান্না  হয়ে  ঝরে  অঝরে।
বৃষ্টি মেঘের কোল ঘেঁষে, ভালোবেসে!


তুমি নারীময়তায় আমায় করেছ প্রেমিক!
এই পৃথিবীর দেনা পাওনার রুষ্টতা  কে
করেছ সূর্যাস্তের শেষ আলোর মত সুন্দর,সংযত।


তোমার চিত্রাংগদা আজও অর্জুনের  অপেক্ষায়  
দীঘল চোখ মেলে দীপ্যমান!


মনকেমন করা পায়ে পায়ে ফেলে আসা জীবনস্মৃতি
আজ লাল মাটির  শান্তিনিকেতন!


আজ যে তুমি চলে গেছ কোপাই নদীর ঐ পারে।
ঝাউবনের ওপারে,পৃথিবীকে আলো দিয়ে
দূর দিগন্তের এক অভিমানী তারার মত!