তবু যদি  চাও রয়ে যাব সাথে, হয়ে আমি  এক চলমান  মৃতদেহ!
অমানিশায় জেগে  রবে রাত,  কথা ভাষাময় এই শরীর
চর্ম - ঘাম - রোগ - ব্যাথা- জরা- মধুমেহহীন।


চেতনায় কারা ধরা দিয়ে যায়  সরে যায় - দুরে দুরে!
নিঃশব্দ  গান সপ্নের প্রাণ ছায়াময় - যায়  সরে সরে!


ধু ধু  মাঠভরা প্রান্তরের ঘাস  পার হয়ে  যায় - পায়ে পায়ে!
শিশিরের  ফোঁটা  জোনাকির আলো হয়ে জেগে  থাকে -  আঁধারের  গায়ে গায়ে!


আশা - নিরাশা  কান্নায় ভেজা সেই চোখ সেই অভিমান!
আজ  স্থির   হয়ে আছে তারা
ধুলো খেলা  হয়েছে  অনেক সময়  আবহমান !


আমায় তুমি  হারাবে না আর!
পাবে না আঘাত, কোনো উপরোধ, কোনো  অতি হৃদয়  দাহ!
তবু  যদি  চাও  রয়ে  যাব  সাথে, হয়ে  আমি  এক চলমান  মৃতদেহ!