আপন মনে আপন হোতে যতই দুরে যাই
চলার নেশায় এ পথ শেষে তোমার পানে চাই।
সেই কবে মোর ছেলেবেলার সাথী হয়ে এলে
হয়নি কেন ভালোবাসা ঝুলন খেলা ফেলে!


আজকে না হয় ফেরালে আমায় তোমায় লেখা চিঠি
এ জনমের খড়কুটো সব, জীবনস্মৃতি একমুঠি!
তুমি কি তাই রয়েই গেলে একলা অবুঝ মনে
দিনের শেষে সাঁঝ তারাটি সুদূর সন্ধিক্ষণে!


সে দিন আমরা অবাধ ছিলাম নীল আকাশের মত
হৃদয় হতে আসতো কথা, ঝর্না অবিরত!
আজকে যদি ফেরাও সেদিন ফিরবে না তো আলো
রঙীন সে মন হয়েছে মলিন আঁধার করা কালো!


মনখারাপের বিকেল গুলো অলস ভাবে আসে
নিরব  মনের সঙ্গী  হয়েও থাকে না তো পাশে!
ভাবছো বসে একলা তুমি - একলা আমরা সবাই!
বুঝি মনের ব্যাথা ভোলার তরে এক অভিনয় দেখাই।