সে আসে! সে ঠিক আসে।
স্বপ্নের মধ্যে, সে আসে, যায়!
আসে জন্ম মৃত্যুর ডালি নিয়ে তালে তালে
এক সাবলীল নাচের মুদ্রায়!
অনায়াস সুন্দরতার অবলীলায় পা ফেলে ফেলে।


পার্থিব সকল দৃশ্যের বিচ্যুতি হয়।
ওরা সরে সরে যায়!
সিঁড়ি, বারান্দা, টব গাছ পেরিয়ে
মাথার দিকের  জানালার খড়খড়ি ছুঁয়ে
চিলেকোঠার পলেস্তরা খসা পাঁচীল পেরিয়ে।
সে আসে।


ভোর রাতের পার্কের খালি শিশির ভেজা বেঞ্চ গুলো ওকে জানে
ঝরা বকুলফুলের অবিরাম নির্লিপ্ত অনুসরণে সে আসে!
সে ঠিক আসে।


সে আসে আমার ধুসর নীল অবচেতনায়
ক্যালেন্ডারের আমোঘ নির্জন তারিখ মনে রেখে!
আসে জীবনের সাথে মিলন বাসনায়!
নিভৃতে, জীবন কে চরম প্রাপ্তি উপহার দিতে সে আসে।


অনাহুত নাদে বেজে ওঠে
নিদারুণ কাল ভৈরবী!
ঋষভ কোমল হাতে এক নিরব তীব্রতায়!
সকল পরিজন, প্রার্থনা কে নির্মম হাতে সরিয়ে
প্রেমের মতো অনিবার আকুতি নিয়ে!
সে আসে!  সে ঠিক আসে ।