ব্যাথার বৈতরণী বেয়ে জীবন থেকে সরে সরে গিয়ে
কি নিয়ে থাকি মিছে পড়ে আর!
চৈতন্যের হুতাশন জ্বেলে করি
কাল রাত্রির  আয়োজন !


নিরব ভৈরবে দিন হয় মহাশ্মশানের সমাপ্তি পাঠ।
মস্তিস্কের  ভীতর কেলাসিত  টুকরো  সুখ দূঃখ
আজ যেন খই-খুচরোর  ছড়ানো পথ।


অপলক চেয়ে চেয়ে স্থবির হয়ে যাওয়া!
নিরেট-পাথর-শরীর জুড়ায়,কাঁচের  শকটে
শায়ীত আজ, লালায়িত হীম নীল ঘুমে!
যেন কচি  হাতের অনেক প্রভাত ফেরির ফুল,
কবেকার ভুলে  যাওয়া কোন অখ্যাত কবির জীর্ণ বাসভূমে।