কর্ম তোমায় :
অন্নদাতা মেনে শ্রদ্ধা  করেছি কত! এই সেদিনও তো!
পিঠে  হাত  রাখার ভঙ্গিমা  মুগ্ধ  করেছে যে কতবার  তোমার!
সাজিয়েছি রোল মডেলে ঢেলে নিজেকে তোমার  আদর্শের কাছে!
তোমায় প্রতিষ্ঠানের গণ্য, নিঃস্বার্থ মানবসম্পদের কারিগর ভেবে।


প্রেম তোমায় :
এই তো সেদিনও, মনের সব কথা  এক হতো তোমার মনে!
স্বপ্নের জাল বোনা  চলতো যে কত, আর তেমনই  দিয়ে  ছিলে:
আস্কারা তুমি বটে, হাতে হাত ঠোঁটে ঠোঁট রেখে বলেছিলে "আমার  প্রেম যে শুধু  তুমিই! বুঝেছিলাম তোমার  প্রেম যে কত খাঁটি।


একদিন হাতে এল তোমাদের মুখের  আদলে তৈরী টুকরো!
বুঝি প্রতারকের প্রতারণা তোমাদের মুখের আদলে,
এই ভেবে  দেখাতে গিয়েই  হলো কাল!
আশ্চর্য্য ! পেলাম  কি ভীষণ প্রহার! তোমাদেরই হাতে!
জানলাম  ঐ টুকরো  গুলো মুখের নয়, মুখোশের!


হালোউইন্ এর মুখোশ পরেও কি ভয় দেখালে তোমরা আমায়!
বুঝলাম : যতটুকু জানো, দেখো না তার চেয়ে  বেশী, বোলোনা কিছুই!
সংসার  তবেই হবে জীবনের সকল সমীকরণে সফল পবিত্র ভূমি।
ঈস্ জীবন কেন হলোনা কি  পেশায়  আর কি প্রেমের এক
নির্ভেজাল  নদী!
না দোষ নেই, তোমাদের মানুষ  মুখোশ পরা নিশচই খুবই  জরুরী ছিল।