জীবনের একান্ত নিভৃত কাল!
আশ্চর্য  সময় শকটে চলেছি।
যেন এক প্রৌঢ়ের হাতে তুলে দিয়ে বাকি দায়িত্বের সৎকার ভার!
শিরা-উপশিরা বেয়ে তবু বইছে রক্তের বহতা নদী,
তার ঐ পারে ফেলে আসা বেহিসাবী, দায়ভাগী- জীবন- খোলস,  নিছক উষ্মা আর অনেক দুরন্তপনার অকারণ অভিমান।
এই পারে স্থগিত জমাট মেঘ, চোখের দৃষ্টিতে শীতল হয়ে যাওয়া হারানো প্রেম।
লৌকিকতার শিষ্টাচার, প্রাতভ্রমণের কুশল বিনিময়, সৌজন্যের দেখন হাসি।
পায়ের নীচে শুকনো পাতায় আজ হেমন্ত,  
ঘ্রাণে এক অন্য পৃথিবীর  আহ্বান!  
ষ্টেপোমিটার এর ডিজিট বলে দেয় জীবন সত্যিই হেঁটে  চলে এসেছে  অনেক দূর।