ভালোবাসা হাসায়, ভালোবাসা কাঁদায়।
ভালোবাসা ছড়ায় রাস্তায়, বাস স্টপে,
এই কলেজ মোড়ে আর শাটল ধরার জটলায়!
চাটার্ড বাসে, ট্র্যাফিক জ্যামিতির সমান্তরালে।
আর সিগন্যাল এ দাঁড়িয়ে হাঁপানো,
বাসের ড্রাইভার কেবিনের পাশে সারি দেওয়া সীটে!।
ঠিক স্টপ লাইন ছেড়ে জেব্রা ক্রসিংএ এগিয়ে আসা,
স্কুটি চালিকার রোদ-ওড়না আবরণে।


ভালোবাসার এই ট্র্যাফিক সিগন্যালে এ সাক্ষী থাকে কত হৃদয় ভাঙা গড়ার:


************************************
"হোয়াট অ্যা সারপ্রাইজ! এতো দিন কোথায় বেপাত্তা হয়ে গেছিলি রে!
ফেসবুকেও নেই বেশ অনেক দিন!"
"স্টেটস্ এ ছিলাম রে অর্ক,স্কলারশিপ পেয়ে!"
"ওয়াও! দ্যটস্ কল ফর আ সেলিব্রেশন্!"
কেবল অভিমানী চোখের তিরস্কার বিব্রত নিশ্চুপ রিনটিন্ এর।
"হুম.. তা জন্মভূমি তে ফেরা কার টানে শুনি!!"
রিনটিন্ : ব্রেকআপ এর পর মা বাবা বিয়ের সম্বন্ধ দেখছে তাই"
"আমি সাতদিন আছি...  অর্ক, তুই কি আর আসবি না কোনোদিন আমাদের বাড়ি?  আয়না একবার শেষ বারের মত!"
অর্ক : "এক্সিউস মি" হ্যালো. . হ্যালো"  ফোন কানে বাস থেকে নেমে যায়!
***********************************


আবার সন্ধ্যার অন্ধকারে সুখের অভিব্যক্তি নিয়ে-
স্মার্টফোনের আলোয় উদ্ভাসিত কত হাসি হাসি মুখ,
ওরা যেন কোন পরী!
কথা নেই কোনোও, ওদের মোহিনী আঙুল বোঝে শুধু
দূরভাষে কোন মায়াবী ভাষার বার্তা বিনিময়ের আলপনা।
ওরা আধুনিকা,ওরা ভবিষ্যত,
চঞ্চল ওরা,ওরা যৌবনা,ওরা অনন্যা।