অনুভূতি গুলো আবেগের মোড় পেরিয়ে
এক ঝাপটা ফাগুন হাওয়ায় উড়ে​ ​
এসে ভেসে চেতনায় জমা হতে থাকে অবিরত,
আবার ঝরে যায় অনায়াসে।


তোমার নীল নয়ন নিয়ে এক একটা দিন চলে যায়।
উজ্জ্বল দুধ-সাদা মেঘ সাথে নিয়ে
রোদের গন্ধে ওড়া তোমার ফুরফুরে শাড়ির আঁচলের মত।


*********************************
তুমি বললে :
"মেঘ শুধু ভাসেনি,তোমায় নিয়ে ভেসেছে।
সামনের বর্ষায় ফেরৎ দেবে কথা দিয়ে গেছে. ..
ততদিন আমি সূর্য নিয়েই থাকি"।
*********************************


বেশ, তবে তাই হোক :
আমি যদি এক আকাশ নেশায় ভরা শ্রাবণ নিয়ে ফিরে আসি কোনোদিন
যখন তুমি সুপারি সারির আল ধরে একা হাঁটছো, 
তোমার শরীর নিয়ে ভিজে ভিজে!
ছলছল চোখে আনমনা মন উদাস করে আজ
বুকের আবেগ প্লাবন করে কার কথা তুমি ভাবছো?
মেঘ ভেসেছে  বুঝি তবে আমায় নিয়ে  একেবারে
তোমা হতে বিদায় দিয়ে চিরতরে!


উল্লেখ্যঃ


এই কবিতার  **** চিহ্নিত  চরন টির জন্য আমি আমার এক প্রিয় পাঠিকা ও কবিতায়  তার নিরন্তর প্রেরণার কাছে কৃতজ্ঞ!