শুধু সময় সব কথা বলে।
ধানকাটা ফসলের ধুসর চালচিত্র পটে কারো ভালোবাসা,
আঁকা হয়ে যায় একদিন রঙীন রূপ নিয়ে পরিণয়-বসুধারায়।
কপোত-কপোতীর চুপকথার আড়ম্বর-প্রহর ঠিক ফুরোয় পরকীয় গোপনে।
কত বিনিদ্র মধুরাত শেষে বঁধু থেকে হয় বধূ রতিপটিয়সী,
তার স্বপ্ন মাখা রূপকথা শুধু সময় কে উপহার দিতে!


চৈত্রের বিরহ দহনের খড়কুটো জ্বালা নিঃশেষ করা প্রাণ আবার উজ্জ্বল হয় বৈশাখে-
সন্ধ্যা-প্রদীপ-আলোকিত,বাঁকা-নয়ন প্রনয়ের ভ্রূকুটি-কাজলে!
নতুন নামে সাজে আবার পৃথিবীর সব পথ।
ঘুরে যায় আকাশ,ভোররাতের আকাঙ্ক্ষিত
অভিমানী তারাদের মত দুরে সরে।


নতুন বছর আসে ঘিরে নতুন মেঘ,
তোমার মনে আরক্তিম স্বপ্ন নিয়ে ভীড় করে।
আলোকবর্ষ দূরের ছায়াপথে বারুদের গন্ধ,
বিগত প্রেমের ক্ষমা-বিবর্ণ-ইতিহাস মুছে ফেলে নিশ্চিত করে!


নববর্ষে তোমার, আসে প্রেম আবার!
পুলকিত-ভীরু, রাত জাগা হৃদয়-স্পন্দন ধ্বনি গুনে গুনে,
আর এক উষ্ণ অনুভূতির, ভীজে পরশের, সময়ের হাত ধরে হেসে।
তারপর,শুধু পরিনতির দিকে পথচলা শুরু,
সময়ই স-ব কথা বলে।