বর্ষা, তুমি বৃষ্টি মনের নেশায় ভরা শ্রাবণ!
দূর সীমানায় সুপারি সারির আল ধরে একা হাঁটছো।
ছলছল চোখ কার পরে আজ বুকের আবেগ প্লাবন!
আনমনা মন উদাস করে কার কথা তুমি  ভাবছো।


বর্ষা তুমি জলরঙা মন, ক্যানভাসে -আঁকা বিরহ প্রাণের গাথা।
ঝিরঝিরি ঝির টিপ্ টিপ্  টুপ্ প্রেম, বেহিসাবী  আর ছড়ানো পূঁতীর মালা।
মেঘলা মেয়ের মন  রাঙানো, বাহারি নকশি কাঁথা।
মন দেওয়া নেওয়া শেষ, কি তাই চোখের  জলের পালা!


বর্ষা, তুমি কি সাগরে যাবে,এই ধান-মাঠ-ক্ষেত,শালবন আর সরসী নদী,পেরিয়ে যাবে!
আমার মনখারাপের বিকেল গুলোয় আসবে না,কি আর কোনো দিন!
মেঘমল্লার রাগের সরোদ-তানে, গুমর ভাবে!
একলা বসে ঘরের কোনে নও তো তুমি স্বপ্ন বিহীন।


একবার এসো না হয় আজকের মত হঠাৎ করে বাদল হয়ে সেই সকালে!
এক ঝাপটা হাওয়ার দোলায়, প্রভাতফেরির ঘাস সাজানো শিঊলি ফুলে।