তোমার শাড়ির  বৃষ্টি ধোয়া আঁচল ছুঁয়ে,
বর্ষা আসে।
মন দিয়েছো তুমি কার চোখের চাওয়ায়
ঐ নিষ্কৃতি হীন দৃষ্টি ব্যাকুল হাতছানি তে!


তাই কি তোমার টোপাকুল-গাল টোল খেয়ে লাল,
তারই লাগি, তার হাসির বাঁকে!
সবাই জানে।তুমি তো সেই সকাল থেকেই,
যে আজ নেই তোমাতে!


মনের মাঝে সদ্য ফোটা ফুল,
আর রেণু-মাখা-রূপ স্বপ্ন নিয়ে ভেসে গেছ তুমি।
ডুবে গেছ আজ, অজান্তেই সবার,
পাহাড়  প্রমাণ  কাজের মাঝেও
এক অবাধ্য পুলকে!
তোমার পরাগ-রঙিন, অন্য মনের আনমনা  তে!


শ্যামের প্রেমের গহন মনের মোহন বাঁশি
তো শুধু রাধাই শোনে!
সংসারের এই প্রাত্যহিকের ব্যস্ত জীবন,
হায়!এই ভাবের রসের কী বা বোঝে,
আর কী বা জানে।