মানুষ যেদিন মুখ ফিরিয়ে
দূরে ঠেলে দিলো আমায়
সেদিন হইতে আমি প্রকৃতির আরো কাছাকাছি
নক্ষত্র ও বুঝি সরে গেল নিজের ইচ্ছায় !
বাতাসের কান পেতে শাসনের পালা বদল আর বদলে গেল শহরের স্মৃতিচিহ্নের দেওয়াল
আমি খুঁজিনি মানচিত্রের ইতিহাস
এখন আর মানুষের কথা ভাবি না
যেমন ভাবে ভাবিয়ে তোলে জোনাকির আলো আমার হৃদয় আঙিনায়:-
কোই তেমন ভাবে প্রকৃতিকে রাঙিয়ে দেয় না তো কেউ ! শুধুই বিশ্বাসের আসরে ধুতরা ফুলের বসবাস : নিস্তেজ প্রদীপের শিখায়।
প্রকৃতির খুব কাছাকাছি থেকেও
সেই প্রকৃতিই --
আমার হাতে মৃত্যুর বীজ পুঁতে দিতে চাই
যে বীজ কয়েক যুগ পরে বৃক্ষে পরিণত হবে
কোনো এক হেমন্তের সন্ধ্যায়।।