আজি এই প্রহরে ফুটেছে ফুল
তোমার চোখের পাতা হতে
দুঃখ ছুঁয়ে যত আকাশ নামে
নীল প্রজাপতির ডানা মেলে।
মানুষের ভিড় আর মানুষ
যেখান হতে তুমি আসো
নীল চাঁদের পাহাড় ঘেঁষে
সেখান হতে আমি মৃত
সবুজ বনানীর শুকনো ঘাসে।
নিসর্গ পৃথিবীর মানচিত্র ভেদ করে
দেখা দাও তুমি বারে বারে
আজি এই প্রগাঢ় নীলকন্ঠ -এর বিষে
সমুদ্রের আগুনে জীবন্ত লাশ
কফিনের মোড়া চাদরে।।