এখানে এসেছি আমি
স্থিরময়  প্রাচীরের জীবনের মতো
সুবিস্তীর্ণ ভারতবর্ষের মানচিত্র পেতে
সোনালী রোদের প্রান্তরের বিছানায়।
চলে গেছে বহু রাত
আকাশ থেকে ঝরে গেছে তারা
নীল রঙের পাখির পালকের মতো করে।
তবুও কিছু চোখের বিছানায় ভাসে
এক তিল মহাযুগ পরে
খুঁজেছি তাঁকে ভূগোলের অ্যাটলাসে
কিন্তু কয়েকটি শহরের রাজধানীর ছবিতে
পুরো বইয়ের পাতাগুলো দখল করেছিল।



দূরের আকাশে একটি চিল উড়ছে
নীল সাগরের জলে স্নান করে ,
নির্মিত এক সমাধির মৃতদেহ থেকে
চকচক করছিল কয়েকটি জীর্ণ হাড়
তবুও মরুভূমির কাছে মরীচিকা আসল রহস্য
যাযাবরের জীবনী হয়ে থাকে।।