এখানে রাত্রি বন পলাশের গায়ে
রাতের জোনাকির মুখে আলো জ্বলে
আমার বুকের মধ্যে জড়িয়ে নিলে।
পথের পর আবারো অনেক পথ হেঁটে যেতে হবে আমাদেরকেই
প্রান্তরে রয়ে যাবে অদ্ভুত কিছু স্মৃতির মানচিত্র
আর দূরে রয়ে যাবে তুমি।
তোমারে বলা হয়নি কিছু কথা
ল্যাম্পপোস্টের আলোর নিচেতে
আমরা কি কখনো দুজনে দাঁড়িয়েছি!
শহরে ট্রাম বাস নাম না জানা কত অজানা গাড়ি চলে তার নাম কি কখনো জানতে পারি !