আমি আছি পৃথিবীর কোনো এক জীবনে
দূরে দূরে বহুদূরে অজানা কোনো পথের ধারে।
যখন বর্ষার জল ঝরে পড়ে ভুবনে
আমি চেয়ে থাকি নীল আকাশের দিকে।


ভেবে ভেবে মন আমার কাঁদে অনুভবে
কখনো জীবন গড়া পেন্সিলে
লিখে দেয় অতীত ইতিহাস
চোখকে অজানা রেখে।


আমি প্রকৃতি'কে ভালোবেসে
আছি আজও কবিতার কারাগারে-
দিবারাত্রি সেইখানে অতীত দেখি আয়নাতে
ছায়াঘেরা ঘন নীল রঙের দেশে।।


          ০৪/০৬/২০২১