আমি পাখি হতে চেয়েছিলাম
ডানা মেলে উড়ে যাওয়ার জন্য ;
আমি নদী হতে চেয়েছিলাম
এঁকে বেঁকে বয়ে যাওয়ার জন্য ;
এই দুটোর মধ্যে আমি - হ্যাঁ আমি
কিছুই হতে পারেনি জানো।


আমি মরু হতে চেয়েছিলাম
বালুরাশি কে জাগানোর জন্য ;
আবার কখনো হতে চেয়েছি বিরোধী
মানুষের প্রতিটি রক্তের কণায়।


আমি রাস্তায় হোঁচট খেয়েছি
কখনো হেঁচকি তুলেছি বদ হজমে
তবুও তো অন্যের হৃৎপিণ্ডে আঘাত করিনি।
তবে কেন আমি হার মানলাম
কেনোই বা ভেঙে পড়লাম মড়কা হয়ে।
আমিও তো হাতিয়ার তুলতে পারতাম
প্রতিটি পদমিছিলের জন সম্মুখে।


এর থেকে বরং আমি পেন হবো
মানুষের লেখার লাইনে লাইনে বাঁচবো
পাবো কত অজস্র ভালোবাসা।
আর পাবো বিরহের শব্দ
নতুবা শব্দ ভাঙা হাড়ের পাঁজর।
সেথায় খুঁজবো  নতুন নতুন দেশের মানচিত্র
ছায়াপাতে দাঁড়িয়ে রবে তুমি
বসন্ত আসতে চলেছে তোমার অপেক্ষায়
তুমি তা কি জানো !!