হাত বাড়ালে ঠিক যতটা পাই আমি
ঠিক তাঁর চেয়েও ঢের বেশি হারিয়ে ফেলি
যেমন করে প্রত্যক্ষ ও পরোক্ষ মতবাদের সমালোচনা
তৈরি করি আমি ; হ্যাঁ ঠিক তেমনি
হ্যাঁ তেমনি কিছু পার্থক্য তবুও ভূমিকাকে
জাঁকজমকভাবে লেখা হয় জানি।
ঘরে আর ফিরবো না এ ও জানি
মনে হয় দূরের বট গাছটির নতুন পল্লব
পুরানো পাতা ঝরিয়ে দিচ্ছে
চোখের বাইরের আকাশ কে রাঙিয়ে।
এমনি করেই চলে যাবো একদিন
যেতেই হবে নতুনকে আমন্ত্রণ জানিয়ে
সীমানা ছাড়িয়ে আর এক সীমানাতে
তবুও আমার কিছু রয়ে যাবে জানি
আমার সমস্ত অসম্পূর্ণ না থাকা জুড়ে
খোলা আকাশের নীচে কিংবা
মানুষের হৃদয়ে দাগ কাটতে।