মনে করা যায় কি তাঁকে!
সে অনেক আলোকবর্ষ দূরের কথা
অনেক পথের পর পথ ভালোবাসা যায়
কিন্তু পর করা যায় না তাঁকে।
শত প্রচেষ্টার পরেও ব্যর্থ হতে হয়
কিছু ফুলের স্নিগ্ধ গন্ধ মেখে।


আমার অস্তিত্ব জুড়ে কোনো ছায়া নেই
কিংবা পরিপূরক গল্পের কথা জানা নেই
অজস্র জন্ম ধরে আমি অস্থির
শুধু নিজের শিরদাঁড়াকে বাঁচাবার তাগিদে....
রাত্রি যাপন করেছি আমি রক্তের দুনিয়াতে
সবকিছু ছুঁয়ে গেছে রক্তের তলোয়ারে
আমার যত ক্ষমতা সব শেষ হয়েছে বিষন্ন প্রহরে।
অসম্পূর্ণ সবই যেন অসম্পূর্ণ বাক্য
যে বাক্যের কোনো প্রতিশব্দ হয় না
সেই সব শব্দেরা ভিড় জমায়
আমার চোখের মৃত জানালায়।
আমি থাকি........ নেই ভাবনা
অপার ঐশ্বর্য্যের বেশে দেখা দাও তুমি
জীর্ণ পৃথিবীর মানচিত্র ভেদ করে।।